নাগরিকত্ব আইন : বিরোধিতার মাশুল দিতে হলো পরিণীতিকে

বিনোদন প্রতিবেদক

পরিণীতি চোপড়া

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ভারত। এ নিয়ে নিজের অবস্থান জানাচ্ছেন তারকারাও। নাগরিকত্ব আইনের বিরোধিতা ও বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াও। সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাশুল দিতে হলো তাকে।

হরিয়ানায় বেটি বাঁচাও, বেটি পড়াও ক্যাম্পেইনের প্রধান মুখ ছিলেন পরিণীতি। তবে নাগরিকত্ব আইনের বিরোধীতা করায় তাকে ওই ক্যাম্পেইন থেকে বাদ দেয়া হয়েছে।

universel cardiac hospital

সম্প্রতি টুইটবার্তায় পরিণীতি বলেন, নাগরিকরা নিজের মতামত প্রকাশ করলেই যদি এরকম হয় প্রতিবার, শুধু সিএবি নয়, আমাদের এমন একটি বিল পাশ করানো দরকার যেখানে বলা থাকবে ভারত আর গণতান্ত্রিক নয়! নিজের মতামত প্রকাশ করার জন্য নির্দোষদের মারা হচ্ছে! এ তো বর্বরতা।

সরকারি ক্যাম্পেইন থেকে বাদ দেয়া নিয়ে মুখ খোলেননি পরিণীতি। তবে শুধু পরিণীতিই নয়। সিএএ-র বিরোধিতা করায় খেসারত দিতে হয়েছে অভিনেতা সুশান্ত সিংকেও। প্রতিবাদের পরেই সাবধান ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিনেতাকে। এরই মধ্যে এই আইনের বিরুদ্ধে নিজেদর অবস্থান জানিয়েছেন বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে