চাটখিলে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধি

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিলে পুলিশের বন্দুকযুদ্ধে মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

universel cardiac hospital

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রোববার গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে রাতে তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য হাঁটপুকুরিয়া এলাকার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের কাছ থেকে মনিরকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা চেষ্টা করে এবং পুলিশের উপর গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তিন পুলিশ সদস্য।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে