পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

পাবনা প্রতিনিধি

বন্দুকযুদ্ধ
ফাইল ছবি

পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ আমিন ওরফে আমিন ডাকাত (৪০) নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে র‌্যাব।

নিহত আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এস্কেন শেখের ছেলে।

র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, রাজাপুরে একটি মাঠে ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে রওয়ানা হয়। রাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের দলটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে ডাকাতরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ। ১৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় যে, সে ডাকাত সর্দার আমিন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত আমিনের বিরুদ্ধে পাবনা সদর থানাসহ বিভিন্ন থানায় তিনটি হত্যা, তিনটি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে