ভারতের তীব্র সমালোচনায় ওআইসি

ডেস্ক রিপোর্ট

ভারতের তীব্র সমালোচনায় ওআইসি
ছবি : আনাদলু

বিজেপি সরকার কর্তৃক বিতর্কিত নাগরিকত্ব আইন ও বাবরি মসজিদ মামলার রায়ে নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সৌদি আরবের জেদ্দা থেকে ওআইসির এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর মাধ্যমে ভারত সরকার মুসলিমদের স্বার্থহানি করেছে বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি। খবর আনাদলু ও ডনের।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরীতে ভারতের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ওআইসি গভীরভাবে ভারতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করা ও তাদের পবিত্র স্থানগুলো সংরক্ষণ করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

ভারত সরকারের এমন আচরণ ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করবে জানিয়ে বিবৃতিতে জাতিসংঘ সনদের নীতিমালা, দায়বদ্ধতা, বাধ্যবাধকতাগুলো তুলে ধরে কোনো রকম বৈষম্য ছাড়া ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক আইন পালনের ওপর জোর দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে