আরও ১৭ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

মত ও পথ প্রতিবেদক

বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি
প্রতীকী ছবি

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ১৭ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।

এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৩৩৯।

স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন- কিশোরগঞ্জের মীরা রানী চৌহান; গাইবান্ধার শ্রীমতি কুলোবালা রানী দাস; কুষ্টিয়ার ময়না, মোছা. মাবিয়া খাতুন, মোছা. টগরজান ও জরিনা।

গাজীপুরের সুরবালা, টাঙ্গাইলের জহুরা খাতুন, ঝিনাইদহের মোছা. রিজিয়া খাতুন, জয়পুরহাটের মোছা. আমেনা বেগম, গোপালগঞ্জের হেনা, সুনামগঞ্জের বসন্তী ধর, টাঙ্গাইলের শেফালী, সাতক্ষীরার মোছা. রাজিদা বেগম, ময়মনসিংহের শাহানাজ পারভীন, রানী বালা দাস ও শিরিন মমতাজ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে