‘আমি আশ্বস্ত করছি দুই সিটি নির্বাচন ফ্রি ও ফেয়ার হবে’

নিজস্ব প্রতিবেদক

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই– ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে।’

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক সাধারণসভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই সিটি নির্বাচনে যেই জিতুক আমাদের কোনো সমস্যা নেই। সিটি নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদের স্বাগত জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন দল অংশ নিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আমি তাদের স্বাগত জানাই। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আমরা সেটিই চাই।

সমসাময়িক রাজনীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের রাজনীতি এখন পোলারাইজড এবং ডিভাইসিফুল হয়ে যাচ্ছে। অসহিষ্ণুতা প্রবল হয়ে রাজনীতির পরিবেশকে কলুষিত করছে। আমরা শুধু ওয়াল নির্মাণ করছি। অলঙ্ঘনীয় এ ওয়াল কেবল রাজনীতিতে কেবলই উঁচুতে উঠছে।’

তিনি বলেন, ‘আমি ছোট বড় অনেক সেতু নির্মাণ করেছি। কিন্তু রাজনীতিতেও, সামজিক-সাংস্কৃতিক জীবনে পারিবারিক জীবনে আমাদের আরও সেতু দরকার। তিনি পোলারাইজড ডিভাইসি রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আর ওয়াল নয় এখন আমরা সেতু নির্মাণ করি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পলিটিসিয়ানরা এখন বেপরোয়া চালক হয়ে গেছে। বেপরোয়া চালকের মতো আমাদের রাজনৈতিকদের কথাবার্তাও বেপরোয়া (রেকলেস)। আমাদের অনেকের মুখে ফর্মালিনের মতো বিষ। এই অবস্থায় ওয়াল আরও উঁচুতে উঠবে। কাজেই আমরা যে যেই মতের হই না কেন একটা মডারেট ব্রিজ আমাদের নির্মাণ করতে হবে। একটা ব্যালেন্স করে আমাদের এগিয়ে যেতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে