মুক্তি পেল ‘রবিবার’: একে অপরের প্রশংসায় জয়া-প্রসেনজিৎ

বিনোদন প্রতিবেদক

জয়া আহসান ও প্রসেনজিৎ
জয়া আহসান ও প্রসেনজিৎ

দুই বাংলার তারকা প্রজেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। প্রথমবারের মতো তারা জুটি বেঁধে কাজ করেছেন ‘রবিবার’ নামে একটি ছবিতে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পেয়েছে অতনু ঘোষ পরিচালিত সেই ছবি। একই সঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশের কয়েকটি প্রেক্ষাগৃহেও।

‘রবিবার’-এর মুক্তি উপলক্ষ্যে সদ্যই ভারতীয় একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন ছবির প্রধান দুই চরিত্র জয়া এবং প্রসেনজিৎ দুজনেই। সেখানে ছবির নানা দিক নিয়ে কথা বলতে গিয়ে তারা একে অপরের প্রশংসায় মেতে ওঠেন।

সাক্ষাৎকারে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে বুদ্ধিমতি ও প্রফেশনাল বলে উল্লেখ করেন ‘বুম্বাদা’ খ্যাত টলিউড কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘জয়ার বৃদ্ধিমত্তা ও প্রফেশনালিজমের সঙ্গে যোগ করতে হবে ওর ডিগনিটি। ওর এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে প্রসেনজিত সম্পর্কে জয়া বলেন, ‘বুম্বাদা এমন একজন মানুষ, যিনি স্টার হয়ে প্রফেশনাল ডিজাইনের বাইরে এসে সামনে দাঁড়ান। যেন আজ থেকে প্রথম চরিত্র হয়ে উঠলেন। অতনুদা (পরিচালক) চাইলে দুমড়েমুচড়ে কাদার তাল বানিয়ে দিতে পারেন এই ম্যাজিকাল মানুষটাকে। বুম্বাদার জন্য আমিও এত সাবলীলভাবে অভিনয় করতে পারলাম।’

তবে তাকে ও প্রসেনজিৎকে জুটি বলতে নারাজ ‘রবিবার’-এর নায়িকা জয়া আহসান। তার কথা, ‘জুটি না বলে আমি নিজেকে বুম্বাদার সহ-অভিনেতা বলতে চাই। ‘রবিবার’-এ নায়ক-নায়িকা নেই। শুধু দুটি চরিত্র আছে। এ ভাবেই ছবিকে দেখতে হবে।’

তবে খুব সহজে আর জয়ার সঙ্গে অভিনয় করবেন না বলে জানান প্রসেনজিৎ। তিনি বলেন, ‘দর্শক রবিবার ছবিটা দেখুক। জয়া ও প্রসেনজিৎকে মনে ধারণ করুক, আমাদের মনে রাখুক। দর্শক আমাদের খুঁজুক। তাদের মধ্যে খিদে তৈরি হোক, তারপর দেখা যাবে।’

একসঙ্গে কাজ করতে গিয়ে নাকি জয়ার প্রেমে পড়ে গেছেন প্রসেনজিৎ- এমন প্রশ্নের জবাবে টলিউড কিং বলেন, ‘হ্যা ঠিকই শুনেছেন, তবে বাস্তবে নয় ছবিতে। একই প্রশ্নের উত্তরে জয়া যোগ করেন, ‘সিনেমার পর্দায় সবই ‘জায়েজ’।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে