ছুটির দিনে জমজমাট রিহ্যাবের শীতকালীন মেলা

মত ও পথ প্রতিবেদক

রাজধানীতে রিহ্যাবের শীতকালীন মেলায় ক্রেতা আর দর্শনার্থীদের উপস্থিতি
রাজধানীতে রিহ্যাবের শীতকালীন মেলায় ক্রেতা আর দর্শনার্থীদের উপস্থিতি। ছবি : সংগৃহিত

রাজধানীতে রিহ্যাবের শীতকালীন মেলা ক্রেতা আর দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট ছুটির দিন পার করেছে।

রিহ্যাব উইন্টার ফেয়ারের চতুর্থ দিন শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এই মেলায় ক্রেতারা বেছে নেওয়ার চেষ্টা করেছেন নিজেদের পছন্দের ফ্ল্যাট।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীরা বলছেন, মূলত ক্রেতাদের সঙ্গে সংযোগের পথ তৈরি করছে মেলা। এর সঙ্গে অনেকে তাৎক্ষণিক বুকিংও দিচ্ছেন।

মঙ্গলবার থেকে চলছে রিহ্যাব আয়োজিত পাঁচ দিনের শীতকালীন মেলা। বিভিন্ন অফার নিয়ে মেলায় ১১৫টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তাদের সঙ্গে ৩০টি নির্মাণসামগ্রী এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় যোগ দিয়েছে।

চতুর্থ দিন বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ক্রেতাদের বহু প্রশ্নের উত্তর দিয়ে ফ্ল্যাট বাছাইয়ে সহায়তায় ব্যস্ত ছিলেন বিভিন্ন স্টলের কর্মীরা।

রিহ্যাব মেলায় এসে সাধের সঙ্গে সাধ্যের সমন্বয় করার চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আসাদুল কবির।

তিনি গণমাধ্যমকে বলেন, এমনিতে ফ্ল্যাটের দাম বেশি মনে হচ্ছে। আমার যে বাজেট, সে অনুযায়ী এলাকা ও ফ্ল্যাটের আকার অনুযায়ী মেলানোর চেষ্টা চালাচ্ছি।

ক্রেতাদের সরব উপস্থিতিতে বড় রকমের সাড়া পাওয়ার কথা জানান বেসিক বিল্ডার্সের হেড অব সেলস মাজহারুল আলম মামুন। তিনি জানান, ঢাকার সাতটি স্থানে ৬০-৭০টি রেডি ফ্ল্যাট এবং চলমান ৬০ প্রকল্পে পাঁচ শতাধিক ফ্ল্যাট নিয়ে মেলায় হাজির হয়েছেন তারা। জায়গা ভেদে এসব ফ্ল্যাটের দাম বর্গফুট প্রতি সাড়ে পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা।

এক প্রশ্নের জবাবে মামুন বলেন, আমাদের ফ্ল্যাটগুলোর আয়তন ১২০০ বর্গফুট থেকে শুরু করে দুই হাজার ৮৫০ বর্গফুট পর্যন্ত। তবে ১২০০ থেকে ১৭০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটগুলোর চাহিদা একটু বেশি।

রেডি-ফ্ল্যাটে তাৎক্ষণিক বুকিংয়ে ৩-৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়ার কথা জানান বেসিক বিল্ডার্সের কর্মীরা।

এক প্রশ্নে প্রতিষ্ঠানের হেড অব সেলস মামুন বলেন, নতুন কিংবা পুরাতন যে কোনো প্রকল্পে গ্যাস সংযোগ আর দেওয়া হচ্ছে না। এ কারণে আমরা ভবনের নিচতলা থেকে এলপিজির মাধ্যমে গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছি।

ঢাকার ২০টি চলমান প্রকল্পের দুই শতাধিক ফ্ল্যাট নিয়ে মেলায় হাজির হয়েছে আবাসন প্রতিষ্ঠান কনপ্রিহেনসিভ হোল্ডিংস। ফ্ল্যাটগুলোর আয়তন এক হাজার ১৯০ থেকে চার হাজার ৬০০ বর্গফুট পর্যন্ত।

এলাকাভেদে ফ্ল্যাটগুলোর দাম প্রতি বর্গফুটে ৮ হাজার থেকে ১৮ হাজার টাকা বলে জানান প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক কাজী শামসুল আলম।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকার এসব ফ্ল্যাট এলাকাভেদে দাম নির্ধারিত হয়েছে। জায়গার দাম, দিক অনুযায়ী ফ্ল্যাটের অবস্থান এবং ইন্টেরিয়রের ‍উপর ফ্ল্যাটের দামও নির্ভর করে। আমরা সেভাবে দাম নির্ধারণ করেছি।

ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ফি কমানোর ক্ষেত্রে সরকারি উদ্যোগের বিষয়ে এক প্রশ্নে এই আবাসন ব্যবসায়ী বলেন, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, তারা নিবন্ধন ফি ও ট্যাক্স কমানোর আশ্বাস দিয়েছে। আমাদের আশা, নিবন্ধন ফি কমলে ফ্ল্যাটের দামও কমবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে