আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দক্ষিণে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল শনিবার জানানো হবে বলে জানান রিজভী।
রিজভী বলেন, যেহেতু দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। উত্তরের সিদ্ধান্ত আগামীকাল (শনিবার) জানানো হবে।
- রওশনের জন্য জাপায় নতুন পদ ‘প্রধান পৃষ্ঠপোষক’, কাদের চেয়ারম্যান
- উপজেলাভিত্তিক রাজাকারের নির্ভুল তালিকা হবে : মোজাম্মেল হক
নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবেন কি-না? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, নির্বাচন প্রার্থীর পক্ষে কাজ করে নেতাকর্মীরা। কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটা করা হচ্ছে বিএনপির কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য। তারপরেও বলব আমরা নির্বাচন করব। আর সেখানে যতটুকু স্পেস পাচ্ছি সেটা ব্যবহার করব।