বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশের সাংবাদিকদের সহসাই একটি ডাটাব্যাজের আওতায় আনা হবে। সাংবাদিকদের মানোন্নয়নে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে আরও উদ্যোগ গ্রহণ করা হবে।
আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এসএ বারী সম্মেলন কক্ষে সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়ন ও মানসংরক্ষণের লক্ষ্যে কুমিল্লার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ মতবিনিময় সভার আয়োজন করে।
- সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬
- ডাকসু ভবনে হামলা : মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ ৩ জন কারাগারে
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক ইশতিয়াক রেজা, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আজীম-উল-আহসান।
সভায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নেতারা বক্তব্য রাখেন।