ডিএসইর পরিচালক হলেন শাহজাহান ও শাকিল রিজভী

অর্থনৈতিক প্রতিবেদক

শাহজাহান ও শাকিল রিজভী
ছবি : সংগৃহিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা স্ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচনে পরিচালক হয়েছেন জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ও স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী।

শাজাহান পেয়েছেন ৮৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৮৩১ ভোট ও  শাকিল ৮২ কেটি ৯ লাখ ৬৮ হাজার ৯৬০ ভোট। ডেসা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল পেয়েছেন পেয়েছেন ১৫ কেটি ৮৭ লাখ ৫৩ হাজার ৫৫১ ভোট।

universel cardiac hospital

আজ রোববার ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দাফতরিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা গোলাম রসূল প্রথম ভোট দিয়ে ডিএসইর ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ডিএসইতে ভোট পড়েছে ১৭৮টি।  এর মধ্যে বাতিল হয়েছে ৭টি।

বিধি অনুসারে যে দু’জন পরিচালক অবসর নেবেন তারা হলেন- এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।

প্রসঙ্গত, ডিএসইর এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ডিএসইর ট্রেকহোল্ডার মনজুর উদ্দিন আহমেদ ও হারুনুর রশিদ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে