ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ৪৩ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ রোববার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ওয়ার্ড নং- ০১, ১৭, ১৮: হাছিনা বারী চৌধুরী, সভাপতি, গুলশান থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ০২, ০৩, ০৫: সালমা কালাম, সভাপতি, পল্লবী থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৪, ১৫ ও ১৬: সাহিদা আক্তার শীলা, সভাপতি, ভাষানটেক থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৬, ৭, ৮: শিখা চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
ওয়ার্ড নং- ৯, ১০ ও ১১: রাজিয়া সুলতানা (ইতি), বর্তমান কমিশনার।
ওয়ার্ড নং- ১২, ১৩ ও ১৪: সামসুন নাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর।
ওয়ার্ড নং- ১৯, ২০, ২১: আমেনা বেগম (রানু), সভাপতি, বনানী থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ২২, ২৩, ৩৬: মিতু আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ।
ওয়ার্ড নং- ২৪, ২৫ ও ৩৫: নাজমুন নাহার হেলেন, সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ২৬, ২৭ ও ২৮: হামিদা আক্তার মিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক, শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ২৯, ৩০ ও ৩২: শাহিন আক্তার সাথী, সভাপতি, মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৩১, ৩৩ ও ৩৪: রোকসানা আলম, মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৩৮, ৩৯ ও ৪০: মাহমুদা বেগম, সভাপতি, ভাটারা থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৩৭, ৪১ ও ৪২: কামরুন নাহার, বর্তমান কাউন্সিলর এবং সহ-সভাপতি, বাড্ডা থানা মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং ৪৩, ৪৪ ও ৪৫: সোনিয়া সুলতানা হেনা, বর্তমান কাউন্সিলর, উত্তর খান থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী।
ওয়ার্ড নং ৪৬, ৪৭, ৪৮: মিনারা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক, দক্ষিণ খান থানা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৪৯, ৫০ ও ৫১: আবেদা আক্তার, সভাপতি, যুব মহিলা লীগ, ৫১ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর।
ওয়ার্ড নং- ৫২, ৫৩, ৫৪: কমলা রানী মুক্তা, তুরাগ থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ওয়ার্ড নং- ২, ৩ ও ৪: ফারজানা ইসলাম বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ।
ওয়ার্ড নং- ৫, ৬ ও ৭: মাকসুদা শমশের, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৮, ৯ ও ১০: মিনু রহমান, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ০১, ১১ ও ১২: ফারাহানা ইসলাম ডলি, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ১৩, ১৯ ও ২০: সৈয়দা রোখসানা ইসলাম চামেলী, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ১৬, ১৭ ও ২১: নারগীস মাহ্তাব, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ১৪, ১৫ ও ১৮ : শিরিন গাফফার, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ২২, ২৩ ও ২৬: নিলুফার রহমান, সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ।
ওয়ার্ড নং- ২৪, ২৫ ও ২৯: সাবিনা পারভীন, সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ২৭, ২৮ ও ৩০: মোসা. সেলিমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৩১, ৩২ ও ৩৩: লুনা হুমায়ন পারভীন, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ৩৫, ৩৬ ও ৩৭: শেফালী রাণী মল্লিক, তথ্য ও গবেষণা সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৩৪, ৩৮ ও ৪১: শাহিনুর বেগম, সভাপতি, ৩৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৩৯, ৪০ ও ৪৯: লাভলী চৌধুরী, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ৪৮, ৫০ ও ৫১: নাজমা বেগম, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ৪২, ৪৩ ও ৪৪: নাসিমা আহমেদ, সাবেক কার্যকরী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ওয়ার্ড নং- ৪৫, ৪৬ ও ৪৭: সাথী আক্তার, মহিলা সম্পাদিকা, গেন্ডারিয়া থানা মহিলা আওয়ামী লীগ (প্রস্তাবিত)
ওয়ার্ড নং- ৫২, ৫৩ ও ৫৪: জোহুরা (জবা) সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ।
ওয়ার্ড নং- ৫৫, ৫৬ ও ৫৭: শেফালি আক্তার, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী।
ওয়ার্ড নং- ৫৮, ৫৯ ও ৬০: মোসা. সাহিদা বেগম, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ৬১, ৬২ ও ৬৩: ফারহানা ইয়াসমিন কুয়াশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুব মহিলা লীগ ঢাকা মহানগর দক্ষিণ।
- সিটি নির্বাচন: উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস
- ঢাকা সিটি নির্বাচন : উত্তরে কাউন্সিলর পদে আ.লীগের নতুন ১৯, পুরোনো ৩৫
- ঢাকা সিটি নির্বাচন : দক্ষিণে আ.লীগের কাউন্সিলর প্রার্থী হলেন যারা
ওয়ার্ড নং- ৬৪, ৬৫ ও ৬৬: মনিরা চৌধুরী, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ৬৭, ৬৮ ও ৬৯: শাহনাজ বেগম, সাবেক সদস্য, মহিলা শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি।
ওয়ার্ড নং- ৭০, ৭১ ও ৭২: সেলিনা খান, বর্তমান কাউন্সিলর।
ওয়ার্ড নং- ৭৩, ৭৪ ও ৭৫: নাছরিন আহমেদ, বর্তমান কাউন্সিলর