সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ক্রিকেটাররা।
আজ সোমবার নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত বিশ্বকাপে কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট টিম।
বাংলাদেশ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক টুটুল।
নিউজিল্যান্ডের হ্যামিলটন থেকে টুটুল সাংবাদিকদের জানান, ২০১৫ ও ১৭ সালেও ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে আমরা অংশ নিয়েছিলাম। তখন জয় পাইনি। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই আমরা জয় পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের।
ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করেছে।
- নতুন আইনে বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ
- নেত্রীর সিদ্ধান্তে আমি খুশি, আলহামদুলিল্লাহ : সাঈদ খোকন
এ বিশ্বকাপে অংশ নিয়েছে ৮টি দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপের সমাপ্তি হবে।
এর আগে ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে এবং ২০১৫ ও ১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় ল ইয়ার্স বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।