সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা

মত ও পথ প্রতিবেদক

বিটিআরসি
ফাইল ছবি

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

এ নির্দেশনার পর সবকটি মোবাইল ফোন অপারেটর এরইমধ্যে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে।

universel cardiac hospital

বিটিআরসি গত রোববার রাতে গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংককে নির্দেশনাটি পাঠায়। এতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।

জানা গেছে, বিটিআরসির নির্দেশনা পেয়ে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের প্রায় দুই হাজার বিটিএস বন্ধ করা হয়েছে। এর ফলে সীমান্ত এলাকার গ্রাহকরা মোবাইল ফোন ব্যবহারে সাময়িক সমস্যার মুখোমুখি হতে পারে। তবে সীমান্তে নেটওয়ার্ক বন্ধের নির্দেশনাটি সাময়িক।

সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরার এক বাসিন্দা জানান, রোববার রাত থেকে তারা মোবাইল ফোন ব্যবহারে নেটওয়ার্ক বিঘ্নের সমস্যায় পড়ছেন। কিন্তু কেন এমন হচ্ছে তা বুঝতে পারছেন না।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, এই জেলার সীমান্তবর্তী এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বিঘ্ন হচ্ছে। আজ সোমবার সকাল থেকেই এই সমস্যার মুখে পড়েছেন গ্রাহকরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে