কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চলতি সপ্তাহে মার্কিন বিমান হামলায় ইরাকে অবস্থিত ইরান সমর্থিত শিয়াদের ওপর হামলায় ২৫ জন নিহত হয়।
আজ মঙ্গলবার এই হত্যার প্রতিবাদে শত মানুষ দূতাবাসের সামনে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভকারীরা ‘ডাউন, ডাউন আমেরিকা’ বলে স্লোগান দিতে থাকে। এছাড়া দূতাবাসের ভেতরে বোতল নিক্ষেপসহ বাহিরের নিরাপত্তা ক্যামেরা ভাঙচুর করে।
অন্যদিকে বিমান হামলায় ২৫ জনের নিহত সবাই হিজবুল্লাহ’র অংশ ছিল বলে দাবি করেছিল মার্কিন বাহিনী।
বিক্ষোভকারীরা দেশটিতে জনপ্রিয় সামরিক দল ‘হাশিদ আল শাবি’র পতাকা প্রদর্শন করে। হিজবুল্লাহর অংশ হচ্ছে হাশিদ আল শাবি।
তবে দূতাবাসের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি।
মার্কিন দূতাবাসের বাইরে এত মানুষের বিক্ষোভে অংশগ্রহণের ঘটনা সমসাময়িক সময়ে দেখা যায়নি। আল জাজিরার প্রতিবেদক এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে মন্তব্য করেন।
ইরানকে দায়ী করলেন ট্রাম্প
বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান-সমর্থিত কয়েক ডজন শিয়া মিলিশিয়া দূতাবাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।
- নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বামীর ঠিকানা ব্যবহারের শর্ত কেন অবৈধ নয় : হাইকোর্ট
- বন্দরে অত্যাধুনিক স্ক্যানার বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার একজন বেসামরিক ঠিকাদারকে হত্যা করেছে ইরান। আমরা জোরালোভাবে সাড়া দিয়েছি এবং ভবিষ্যতেও সাড়া দিয়ে যাব।
তিনি বলেন, এখন মার্কিন দূতাবাসে হামলা চালাচ্ছে ইরান। এই হামলার জন্য তারা দায়বদ্ধ থাকবে।