ঢাকা সিটি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন তাবিথ-ইশরাক

নিজস্ব প্রতিবেদক

তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাবিথ আউয়াল ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

universel cardiac hospital

অন্যদিকে, ইশরাক হোসেন আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে এ মনোনয়নপত্র জমা দেন।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে, ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, আজ দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে এ মনোনয়নপত্র জমা দেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে