মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা

মত ও পথ প্রতিবেদক

নাহিদা সোবহান
নাহিদা সোবহান। ছবি সংগৃহিত

মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৫তম ব্যাচের এই কর্মকর্তা চাকরি জীবনে রোম, জেনেভা ও কলকাতা বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা সোবহান নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রেঞ্চ ভাষায়ও কথা বলতে পারেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে