উত্তরপ্রদেশে ইসলামিক সংগঠন নিষিদ্ধ করতে চায় যোগী সরকার

ডেস্ক রিপোর্ট

যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের যোগী সরকার দেশের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আটকাতে তৎপর। বিগত দুই সপ্তাহ ধরে উত্তাল সেই প্রদেশ। এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে।

তবে নতুন করে আবারও বিতর্ক তৈরির চেষ্টা করছে খোদ প্রশাসন। ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া ‌(‌‌পিএফআই)‌–কে নিষিদ্ধ করার ডাক দিয়েছে যোগী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে প্রশাসনের পক্ষ থেকে আবেদনও জানানো হয়েছে।

universel cardiac hospital

উত্তরপ্রদেশ সরকারের দাবি, উত্তরপ্রদেশে নতুনভাবে নাগরিক আইনের বিরুদ্ধে প্রতিবাদ যেভাবে হিংসাত্মক আকার নিয়েছে, তার পেছনে পিএফআই–এর হাত রয়েছে। এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং।

যোগী প্রশাসন সূত্রে প্রকাশ, পিএফআই সংগঠনের ২৩ জন বিক্ষোভকারীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পাশাপাশি জানা গেছে, নিষিদ্ধ ইসলামিক সংগঠন সিমির একাধিক কর্মীরা এখন পিএফআই–এ নাম লিখিয়েছেন।

যোগী সরকারের চিঠি পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে কয়েকটি আইনি বিষয় খতিয়ে দেখে নেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রের আরও কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।‌‌

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে