ডেসটিনির মানিলন্ডারিং মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

আদালত প্রতিবেদক

ডেসটিনির চেয়ারম্যান-এমডি
ফাইল ছবি

আদালত ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার কোটি টাকার বেশি পাচারের এক মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন।

আজ বুধবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম ওই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আগামী ৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

universel cardiac hospital

সাক্ষীরা হলেন, জনতা ব্যাংক লোকাল অফিস ঢাকার উপ-মহাব্যবস্থাপক আজমুল হক, একই ব্যাংকের নারায়ণগঞ্জ এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মশিয়ার রহমান, উপ-মহাপরিচালক আশিশ কুমার সরকার ও উপ-মহাপরিচালক (অব.) উম্মে সালমা বেগম।

আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর আসামিপক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী জেরা করেন। এ নিয়ে মামলাটিতে ১০১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

মামলাটিতে ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ ৪৬ জন আসামি থাকলেও ৮ জন ছাড়া অপর আসামিরা পলাতক। জামিনে রয়েছেন লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও মিসেস জেসমিন আক্তার (মিলন)।

কারাগারে থাকা আসামিরা হলেন, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল)।

মামলাটির পলাতক আসামিরা হলেন, ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন ও মো. শফিকুল হক।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় এ মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে