এক বছর ৫ হাজার ৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল

২০১৯ সালে ৫ হাজার ৫০০ জনকে আটক করেছে অবৈধ দখলদার ইসরায়েল। এদের মধ্যে ৮৮৯ জন শিশু এবং ১২৮ জন নারী রয়েছেন।

ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি প্রিজনারস সোসাইটিসহ ফিলিস্তিনি বন্দী বিষয়ক কয়েকটি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল বাহিনী প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের গ্রেপ্তার করেছে। সংক্ষিপ্ত তদন্তের পর কেউ কেউ মুক্তি পেয়েছেন এবং বেশিরভাগকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের সংখ্যা ৫ হাজার এ পৌঁছেছে। তাদের মধ্যে ৫০ জন নারী এবং ২০০ শিশু রয়েছে। এছাড়া বিনা বিচারে বা অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটক’ বন্দীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ৭০০ এরও বেশি ফিলিস্তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। তাদের মধ্যে দশ জন ক্যান্সারে আক্রান্ত এবং ২০০ জন দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন।

যৌথ ওই বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে ফিলিস্তিনিদের ওপর একচেটিয়া গ্রেপ্তার চালিয়েছে ইসরায়েল। গ্রেপ্তারের সময় এবং পরে আটককৃতদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এছাড়া সঠিক চিকিৎসার অভাবে এবং ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় অবহেলা করার কারণে ইসরায়েলের কারাগারে পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে