ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ে শুরুতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এছাড়া জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম ছাড়া ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি কর্পোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’
এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড়ের কারণে প্রার্থীদের সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
মেয়রপ্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মেয়রপ্রার্থীদের বলছি, আপনারা আচরণবিধি মেনে চলবেন। সাংবাদিক ভাইদের সামনেই আমরা বলছি, আমরা দেখেছি, আপনারা যখন মনোনয়নপত্র জমা দেন, আমার কক্ষে যখন এসেছেন তখন ৫ জনের বেশি ছিল না। কিন্তু বাইরে আমরা দেখেছি, পত্রিকাতে দেখেছি, সেখানে আপনাদের বিপুল সংখ্যক নেতাকর্মী ছিল। এটা আমরা চাই না।’
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘আমরা আগেই বলেছি, নির্বাচন হবে ফেস্টিভ মুডে। সেই জায়গা যাতে কখনই সংঘর্ষে রূপ না নেয়। রাস্তাঘাট বন্ধ করে কোনো রকম প্রচার প্রচারণা আপনারা চালাতে পারবেন না। আমাদের ম্যাজিস্ট্রেটরা সক্রিয় আছে। আমি নিজেও মাঠে যাব, এটা যদি দেখি। আমরা নির্বাচন কমিশন, আমাদের কোনো দল নেই। আপনারা সবাই আমাদের কাছে প্রার্থী। আমরা চাইব, আপনারা সবাই শহরের নাগরিকদের কথা বিবেচনা করে, নাগরিকদের যেন কোনো অসুবিধা না হয়, এ বিষয়টি আপনারা দেখবেন। যদি আপনারা আচরণবিধি মেনে না চলেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
আবুল কাশেম বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনের এই ক্ষমতাও আছে, আচরণবিধি বেশি লঙ্ঘিত হলে কমিশনকে লিখব। আর কমিশনের আপনাদের মনোনয়ন বাতিল করার ক্ষমতা আছে।’
- এক বছর ৫ হাজার ৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল
- দুর্নামের ধারা ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে গেছে : ওবায়দুল কাদের
ডিএনসিসিতে বৈধ মেয়রপ্রার্থী
ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।