ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, যত বাধাই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
আজ শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলীতে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। বৈঠকে রিটার্নিং কর্মকর্তার কাছে সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপি প্রার্থীদের নানাভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যত ভয়-ভীতি, অত্যাচার নির্যাতনই করুন না কেন শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। যত ভয় ভীতি দেখাচ্ছেন, মনোবল তত শক্ত হচ্ছে।’
- ‘কাসেম সোলায়মানি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান’
- সুসংগঠিত দল সরকারের জন্য বিরাট শক্তি: আওয়ামী লীগ সভাপতি
ইশরাকের অভিযোগের বিষয়ে এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, ‘অতি উৎসাহী হয়ে কাউকে হ্যারাসমেন্ট করলে নির্বাচন কমিশন তাকে ছাড় দেবে না।’