ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই বন্যার কারণে ৩ লাখ ৯৭ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। আজ শুক্রবার উদ্ধারকারীদের বরাত দিয়ে খবর এপি ও এএফপির।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও বলেন, বৃষ্টিপাত জাকার্তায় কমপক্ষে ১৮২টি এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া শহরের উপকণ্ঠে বোগোর ও দেপোক জেলায় ভূমিধ্বসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছে।
নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পড়া ছাড়াও প্রায় ৩০ মিলিয়ন বাসিন্দার এই মহানগরীতে অনেক দালান ক্ষতিগ্রস্ত ও গাড়ি উল্টে পড়ে সেখানে এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
- সিটি নির্বাচনে আ.লীগের সমন্বয়কের দায়িত্ব পেলেন আমু-তোফায়েল
- সরকার নতজানু হয়ে ভারত থেকে আসা অনুপ্রবেশকারীদের গ্রহণ করছে : মওদুদ
কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রায় ৪ লাখ পানি বন্দি মানুষকে অস্থায়ীভাবে আশ্রয় প্রদান করা হয়েছে।
২০১৩ সালের পর ইন্দোনেশিয়ায় এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। সে সময় জাকার্তায় আকস্মিক বন্যায় ৫৭ জন প্রাণ হারিয়েছিল।