চলমান বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে আইসিসিকে। এ সফরে আইসিসির ব্যবসা ও অর্থ বিভাগের প্রধান হয়ে ম্যাচ দেখতে আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানির।
পাকিস্তান সফর নিয়ে দুশ্চিন্তা এখনো শেষ হয়নি। সিরিজটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না সেটিও এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি থাকলেও, পিসিবির চাওয়া টেস্ট সিরিজ। যেটি কিনা সেদেশে খেলতে মোটেও রাজি নয় বিসিবি। এ সফর নিয়ে নিয়মিত আলোচনা চলছে বিসিবি ও পিসিবির মধ্যে।
ধারণা করা হচ্ছে আসন্ন বিপিএলের ফাইনাল ম্যাচে এ সিরিজ নিয়ে আলোচনা করবেন দুই দেশের বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ও এহসান মানি। তবে পাকিস্তানের মিডিয়ার দাবি পিসিবি প্রধান হিসেবে নয়, এহসান মানি ঢাকায় আসবেন আইসিসির হয়ে। এহসান মানির সঙ্গে আসতে পারেন আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনী।
অবশ্য পাকিস্তান মিডিয়ার দাবি বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির ফাইনাল দেখতে আসবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, প্রথমে টি-টোয়েন্টি সিরিজের কথা থাকলেও, প্রথমে টেস্ট সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করছে পিসিবি। যেখানে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ খেলতে অনীহা প্রকাশ করছেন বাংলাদেশের ক্রিকেটাররা, কোচিং স্টাফসহ ক্রিকেট বোর্ডও। নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিলেও সাড়া দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান সফরের ভবিষ্যত আপাতত দুষ্কর হলেও ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি মার্চে হওয়ার কথা থাকলেও সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড।