হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক

মত ও পথ প্রতিবেদক

হাসপাতালে জাহাঙ্গীর কবির নানক
হাসপাতালে জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার সকাল ৯টায় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব।

তিনি গণমাধ্যমকে জানান, প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিও গ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন হার্টে দুটি ব্লক পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পড়ানো হয়েছে। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি।

উল্লেখ্য, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সভাপতিমন্ডলীর সদস্য হন নানক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে