বঙ্গবন্ধু গোল্ডকাপ : উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
ফাইল ছবি

গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৫ জানুয়ারি লাল-সবুজ আর মধ্য প্রাচ্যের দেশটির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জাতির পিতার নামের আন্তর্জাতিক টুর্নামেন্টের ষষ্ঠ আসর।

ছয় জাতির এই টুর্নামেন্টে প্রতিদিন হবে একটি করে ম্যাচ। শুরু হবে বিকেল ৫টায়। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৯ জানুয়ারি শ্রীলংকার বিরুদ্ধে। টুর্নামেন্টের অন্য চারদল হচ্ছে- বুরুন্ডি, মরিসাস ও সিসেলস।

টুর্নামেন্টের জন্য আগামীকাল বুধবার সকাল থেকে প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলাদেশ দল। কমলাপুর স্টেডিয়ামে প্রথম দিন অনুশীলন করবে লাল-সবুজ জার্সিধারীরা। আজ মঙ্গলবার ছিল খেলোয়াড়দের রিপোর্টিং।

টুর্নামেন্টের জন্য ২৩ ফুটবলার ডেকেছেন কোচ জেমি ডে। রিপোর্টিং করেছেন ১৩ জন। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ৯ ফুটবলার ছুটিতে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের বাইরে থাকায় তারা পরে রিপোর্ট করবেন।

কোচ জেমি ডে’র বুধবার এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার বৃহস্পতিবার জামাল ভূঁইয়ার ঢাকায় আসার কথা।

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফিকশ্চার

১৫ জানুয়ারি : বাংলাদেশ-ফিলিস্তিন

১৬ জানুয়ারি : মরিশাস-বুরুন্ডি

১৭ জানুয়ারি : ফিলিস্তিন

১৮ জানুয়ারি : সিসেলস-বুরুন্ডি

১৯ জানুয়ারি : বাংলাদেশ-শ্রীলঙ্কা

২০ জানুয়ারি : মরিশাস-সিসেলস

২২ জানুয়ারি : ১ম সেমিফাইনাল

২৩ জানুয়ারি : ২য় সেমিফাইনাল

২৫ জানুয়ারি : ফাইনাল

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে