শেখ মারুফকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল দুদক

মত ও পথ প্রতিবেদক

শেখ মারুফকে দুদকে তলব
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে টানা সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টা থেকে ৩টা ১৮ মিনিট পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির একটি দল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার মুখার্জি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গত বছরের ২৯ ডিসেম্বর শেখ মারুফকে তলব করে নোটিশ পাঠান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তিনি যুবলীগের আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। নতুন কমিটিতে তাকে রাখা হয়নি।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে প্রভাবশালী বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। তাদের জিজ্ঞাসাবাদে অনেক প্রভাবশালীর নামও উঠে আসে। এর মধ্যে শেখ মারুফের নামও বলেন কেউ কেউ। পরে তার ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতিবিরোধী সংস্থা দুদক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে