রাজধানীর বিমানবন্দর সড়কে ৭৬ স্থাপনা উচ্ছেদ

মত ও পথ প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর সড়কে উচ্ছেদ অভিযান
ছবি : সংগৃহিত

রেললাইনকেন্দ্রিক মাদকের আখড়া উচ্ছেদে রাজধানীর বিমানবন্দর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার বিকেল থেকে র‌্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

universel cardiac hospital

এর আগে পথচারীদের চলাচল নিরাপদ করতে রাজধানীর খিলক্ষেত থেকে শেওড়া রেললাইন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সারোয়ার আলম বলেন, এসব জায়গায় নিয়মিত মাদক সেবন করা হতো, এমন আলামত পাওয়া গেছে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বলেন, রেললাইনকেন্দ্রিক মাদক ও ছিনতাইকারীদের আখড়া উচ্ছেদে র‌্যাবের বিশেষ অভিযান শুরু হয়েছে।

দুপুরে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের দায়ে গ্রেপ্তার মজনুর বিষয়ে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন‌্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, রেল স্টেশনগুলো বিভিন্ন অপরাধের আখড়া। আজকে থেকেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র‌্যাব রেল স্টেশনের আশপাশের এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালাবে। রেললাইন সংলগ্ন আখড়াগুলো উচ্ছেদ করা হবে। আজকেই আমরা বনানী থেকে এ অভিযান শুরু করব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে