রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার জাল নোট জব্দ করেছে র্যাব)। আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব জাল টাকাসহ দুইজনকে আটক করে পুলিশের এলিট ফোর্সটি।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জানান, ‘ধানমন্ডি-৭ নম্বরের তিন তলার এই বাসাতে জাল টাকার সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। যারা দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান।
- প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জব্দ করা জাল টাকাগুলোর ৫০০ শ এবং ১০০০ হাজার টাকার নোট। এখন পর্যন্ত কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে টাকা তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে র্যাব।