হজযাত্রীদের জরুরি ভিত্তিতে প্রাক-নিবন্ধনের আহ্বান

মত ও পথ প্রতিবেদক

হজযাত্রা
ফাইল ছবি

২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে প্রাক নিবন্ধনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক-নিবন্ধন চলছে। ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা গেল।

২০২০ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের জন্য ৩৪টি ব্যাংককে মনোনয়ন দেয় ধর্ম মন্ত্রণালয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে