তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ চার দিনের ভারত সফরে যাচ্ছেন। আগামীকাল সোমবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
দুই দেশের তথ্য খাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ড. হাছান নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
একই সাথে ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনেরও কথা রয়েছে।
- যুক্তরাষ্ট্র থেকে সৌদি সেনাদের বহিষ্কার করা হচ্ছে
- রাজউক-পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান, প্রাথমিকে ডিজি
দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম রূপায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী। বেতার, বিএফডিসি ও মন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা মন্ত্রীর সফরসঙ্গী হবেন।
উল্লেখ্য, হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব লাভের পর গত ২ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হয়।