পরিচালকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুললেন সুচরিতা

বিনোদন প্রতিবেদক

রফিক সিকদার-সুচরিতা

বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী সুচরিতা তরুণ পরিচালক রফিক সিকদারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার এই পরিচালকের বিরুদ্ধে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত নালিশও জানান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুচরিতা সেখানে উল্লেখ করেন, পাবনায় ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংস্থলে পরিচালক রফিক সিকদার তার সঙ্গে অসদাচরণ করেন। যার কারণে তিনি শুটিং রেখে ঢাকায় চলে আসেন।

universel cardiac hospital

এ ব্যাপারে জানতে চাইলে অভিনেত্রী সুচরিতা বলেন, ‘বসন্ত বিকেল’ ছবিতে আমার অভিনয় করার কথা ছিল। সেই মতো শুটিংয়ের জন্য পাবনা যাই। কিন্তু পরিচালক রফিক সিকদারের অসদাচরণের জন্য শুটিং রেখে চলে আসতে বাধ্য হই। আর কিছু বলতে চাই না। বাকিটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন।’

এরপর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যাপারটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক। সুচরিতা আপা একজন সিনিয়র অভিনেত্রী। তিনি শিল্পী সমিতির আজীবন সদস্য। রফিক শিকদার একজন জুনিয়র পরিচালক। তিনি কীভাবে একজন সিনিয়র শিল্পীর সঙ্গে অসদাচরণ করার সাহস পান? ভাবতেও অভাগ লাগে! আমরা সাংগঠনিক ভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। লিখিত অভিযোগ পেয়েছি। পরিচালক সমিতিতে চিঠিও দিয়েছি। তাদের ওপর শিল্পী সমিতির আস্থা আছে। তারা এর সুস্থ সমাধান করবেন।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র অভিনেত্রী সুচরিতা আপার সঙ্গে অসদাচরণ করায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমিতির সকল সদস্যকে পরিচালক রফিক সিকদারের যেকোনো শুটিং এবং ডাবিং থেকে বিরত থাকার অনুরোধ করছি। আমার বিশ্বাস পরিচালক সমিতি এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এই পরিচালকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে। আশা করি, এবার তার বিচার হবে।’

অভিযোগের ব্যাপারে পরিচালক রফিক সিকদার বলেন, ‘আমার ছোট ভাই শুটিং সেটে গিয়েছিল। সুচরিতা আপা অকারণে তাকে গালিগালাজ করেন। আমি কারণ জানতে চাইলে তিনি আমাকেও গালিগালাজ করেন। পরে আমাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর তিনি শুটিং রেখে ঢাকায় চলে আসেন।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে