শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

মত ও পথ প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে মিরপুর সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা
রাজধানীর শ্যামলীতে মিরপুর সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : সংগৃহীত

বেতনভাতার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক আটকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় তারা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

জানা গেছে, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী, কলেজগেট থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কগুলোতেও। এই সড়কে বেশকয়েকটি বিশেষায়িত হাসপাতাল থাকায় রোগীরাও পড়েছেন চরম ভোগান্তীতে। দুপুর ১২টা পর্যন্তও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি প্রশাসন।

universel cardiac hospital

আদাবর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে প্রায় ৭/৮’শ শ্রমিক অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে