হেরে যাওয়ার জন্য নয়, জয়ের জন্যই বিএনপি সিটি নির্বাচনে মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সিটি নির্বাচনকে সামনে রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে। এই জোয়ার অব্যাহত থাকবে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘নির্বাচনে আস্থাহীনতা, ইভিএম’র ব্যবহার: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিতে এসব কথা বলেন ফখরুল। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই আলোচনার আয়োজন করে।
ফখরুল বলেন, ছোট ছোট নানা আন্দোলনের মধ্য দিয়ে বড় আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে দলকে বিপথে ফেলার সুযোগ নেই।
বিএনপি মহাসচিব বলেন, প্রতি মুহূর্তেই আমরা আন্দোলনে আছি। আমরা যখন কোর্টে যাই তখনও আন্দোলন করি। আমরা যখন মিটিং-মিছিলে যাই তখনও আন্দোলন করি। সিটি নির্বাচনে যাওয়াটাও আমাদের আন্দোলনের অংশ।
মির্জা ফখরুল বলেন, ভুলত্রুটি আমাদের থাকতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি সফলতার পথে যেতে। বিশ্বে রাজনৈতিক যে পরিবর্তন এসেছে আমাদের তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমি বিশ্বাস করি আমরা সফল হবো।
- ‘ইসির নির্দেশনায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী’
- মার্কিন রক্তচক্ষু উপেক্ষা: ইরানের সঙ্গে উৎসবের আয়োজন ভারতের
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল রিজু, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ পেশাজীবী পরিষদের নেতারা।
সভায় শওকত মাহমুদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আখতার হোসেন।