ঢাকা সিটির ভোট ১ ফেব্রুয়ারি

মত ও পথ প্রতিবেদক

ডিএনসিসি-ডিএসসিসি
ফাইল ছবি

অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

৩০ জানুয়ারি সনাতন ধর্মালম্বীদের পূজা থাকায় বিভিন্ন মহলের চাপে নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ শনিবার বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন।

universel cardiac hospital

বৈঠক শেষে সিইসি নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা।

রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। ভোট পেছানোর দাবির বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে