সরস্বতী পূজার জন্য আসন্ন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন বদলের দাবির মধ্যে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে এই দুই সিটির ভোটগ্রহণের নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে ইসির একটি সূত্র জানিয়েছে।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও ইসি কমিশনাররা বৈঠক করছেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।
তবে কী কারণে এই জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন তার সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি।
- যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম : পররাষ্ট্রমন্ত্রী
- আদালত চাইলে ভোট পেছাতেই হবে : ইসি
এর আগে সকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ আগানো বা পেছানো সম্ভব কিনা- তা কমিশন বসে সিদ্ধান্ত নেবে।