‘শিশু ধর্ষণকারীদের কেন মৃত্যুদণ্ড নয়’

মত ও পথ প্রতিবেদক

হাইকোর্ট
হাইকোর্ট। ফাইল ছবি

শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের সাজা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ রোববার এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

universel cardiac hospital

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রুলে ধর্ষণ প্রতিরোধ ও ভিকটিমকে সহায়তা দিতে কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ধর্ষণের সকল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।’

আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি ধর্ষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সংসদের চলতি অধিবেশনে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যার দাবি ওঠে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে