আজ তার জন্মদিন, যাকে আমি ‘সজ্জন প্রতিনিধি’ বলি।
তিতাস নদীর দেশে জন্ম তার কোনও এক মাঘের প্রভাতে।
সেই ভোরে পাখিসব গেয়েছিল উষ্ণতার গান।
ক্ষণজন্মা শিশু এক হেসেছিল তাবৎ কুয়াশা মুছে দিয়ে।
আজও সেই শিশু রোজ জনমনে কুয়াশা মোছেন।
তিতাসের ঢেউ জানে, রবিউল নদীর প্রতীক।
ভোরের পাখিরা তাকে সর্বমনে চেনে।
সুন্দরে বন্দনা করে পালকখচিত নামাবলি।
আজ তার জন্মদিন, যাকে আমি ‘সজ্জন প্রতিনিধি’ বলি।
কবি, আবু হাসান শাহরিয়ার
- আরও পড়ুন >> মোকতাদির চৌধুরী এমপির জন্মদিনে নিবেদিত কবিতা