ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করল লিভারপুল

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করে জয়ের ধারা বজায় রাখল লিভারপুল৷ ঘরের মাঠে রেড ডেভিলসদের ২-০ গোলে পরাজিত করে জার্গেন ক্লপের দল৷

রোববার লিভারপুলের হয়ে ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন যথাক্রমে ভার্জিল ভ্যান ডিক ও মোহাম্মদ সালাহ৷ যদিও আরও একাধিক গোলে সহজ সুযোগ হাতছাড়া করে ক্লপরা৷ ম্যানচেস্টারও কয়েক দফায় চকিত আক্রমণে বিব্রত করেছিল লিভারপুলকে৷ যদিও ফিনিশিং টাচ দেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে৷

চোটের জন্য রাশফোর্ডকে এই ম্যাচে দলে পায়নি ম্যানচেস্টার৷ ফলে ম্যাচ শুরুর আগেই বাড়তি চাপে পড়ে যায় তারা৷ এফএ কাপের শেষ ম্যাচের প্রথম একাদশে তিনটি রদবদল করে দল নামা ওলে গানার৷ গোলে ফেরেন ডেভিড ডি গিয়া৷ এই ডি গিয়ার জন্যই লিভারপুলের বিরুদ্ধে আরও বড় ব্যবধানে হারতে হয়নি ম্যানচেস্টারকে৷ দুরন্ত ক্ষিপ্রতায় একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করেন ডেভিড৷

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় লিভারপুল৷ ১৪ মিনিটের মাথায় আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গোল করেন ভ্যান ডিক৷ প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ডি গিয়া প্রতিরোধ করেন সাদিও মানের অনবদ্য একটি শট৷ বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-০৷

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ সালাহ ডি গিয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন৷ ইনজুরি টাইমে (৯০+৩) প্রতিআক্রমণ থেকে সালাগ লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন৷ গোলকিপার অ্যালিসনের ছোঁড়া বল ধরে লম্বা দৌঁড়ে ম্যানচেস্টারের বক্সে ঢোকেন সালাহ এবং ডি গিয়াকে পরাস্ত করেন৷

এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান আরও মজবুত করে লিভারপুল৷ ম্যানচেস্টারের সামনে অন্যদিকে ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পড়ে রইল ম্যানচেস্টার ইউনাইটেড৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে