যুক্তরাষ্ট্রে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে ওই হামলাকারীও পরে মারা গেছেন। হাওয়াইয়ের গভর্নর ডেভিট ইগ এক বিবৃতিতে বলেন, দুই হনুলুলু পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা দু’জনে সকালে কর্মরত অবস্থায় মারা গেছেন।

হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল ওই গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। গোলাগুলির ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এই ঘটনায় হামলারকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম জেরি হ্যানেল, বয়স (৬৯) বছর। স্থানীয় সময় রোববার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে।

ঘটনাস্থলে পৌঁছানোর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সে। এরপরেই সে যে বাড়িতে থাকত সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে