আলোর পথের অভিযাত্রী
তুমি আলোর পথের এক অভিযাত্রী
সত্য ও নির্ভীকতা তোমার শক্তি।
তুমি ব্রাহ্মণবাড়িয়ার রত্নগর্ভা জননীর এক মহারত্ন
তুমি এই জনপদ নিয়ে দেখ কত সুন্দর সুন্দর স্বপ্ন!
তুমি গাও জীবনের জয়গান
তুমি গরিব দুঃখী মানুষের প্রাণ।
যৌবনের শ্রেষ্ঠ সময়ের তুমি বীর মুক্তিযোদ্ধা
স্বদেশের স্বাধীনতায় তোমার গৌরবদীপ্ত ইতিহাস আছে গাঁথা।
তুমি পরিচ্ছন্ন রাজনীতিক
তোমার দৃপ্ত পদভারে ষড়যন্ত্রকারীরা পালায় দিগ্বিদিক।
তুমি সংগ্রামী, তুমি কল্যাণময়, তুমি অনির্বাণ
ভুলবে না কেউ তোমার কল্যাণপ্রদ অবদান।
এলাকার উন্নয়নে তুমি থাকো সদা উদগ্রীব, অধীর
তুমি আমাদের প্রণম্যজন, তুমি অগ্রগণ্য
তুমি প্রিয় রবিউল মোকতাদির।
কবি, মোহাম্মদ সজিবুল হুদা