যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হতে যাচ্ছে মধুমেলা। কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আগামীকাল বুধবার থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
- ঢাকা সিটি নির্বাচনে ইভিএম বাতিল চেয়ে ইসিকে বিএনপির চিঠি
- মুজিববর্ষে ৬৮ হাজার দরিদ্র পরিবার বাড়ি পাবে
মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, আফিল উদ্দিন, নাসির উদ্দিন, কাজী নাবিল আহম্মেদ, রনজিৎ কুমার রায়, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ।