টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ‘৫ লাখ’ রান

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড
ছবি : ইন্টারনেট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে ৫ লাখ রান করার অভিনব এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে এই কীর্তি গড়ে ইংলিশরা।

জোহানেসবার্গে ১০২২তম টেস্ট ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড। আর এই টেস্টের প্রথম দিনে ৫ লাখ রানের মাইলস্টোন স্পর্শ করে জো রুটের নেতৃত্বাধীন দল। এ রেকর্ডে ইংল্যান্ডের পরে আছে অস্ট্রেলিয়া।

universel cardiac hospital

অজিদের টেস্ট রান সংখ্যা ৪৩২,৭০৯। এরপরে ২ লাখের বেশি রান করেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক দলঃ

১. ইংল্যান্ড– ১০২২* ম্যাচে ৫০০, ০০৬ রান।

২. অস্ট্রেলিয়া– ৮৩০ ম্যাচে ৪৩২, ৭০৬ রান।

৩. ভারত– ৫৪০ ম্যাচে ২৭৩, ৫১৮ রান।

৪. ওয়েস্ট ইন্ডিজ– ৫৪৫ ম্যাচে ২৭০, ৪৪১ রান।

৫. দক্ষিণ আফ্রিকা– ৪৩৯* ম্যাচে ২১৬, ৪৫২ রান।

৬. পাকিস্তান– ৪২৭ ম্যাচে ২০৯, ৮৬৯ রান।

৭. নিউজিল্যান্ড– ৪৪০ ম্যাচে ২০৪, ১৭২ রান।

৮. শ্রীলঙ্কা– ২৮৮ ম্যাচে ১৪৫, ২১৮ রান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে