শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ভবন ধসে অন্তত ১৮ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

এলাজিগের সিভ্রিস শহরের কেন্দ্রে ৬.৮ মাত্রার ভূমিকম্পের ফলে অনেক ভবন ধসে পড়ে এবং বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসে। প্রতিবেশী সিরিয়া, লেবানন ও ইরানেরও কম্পন অনুভূত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের পরে সেখানে ৬০টি আফটার শক রেকর্ড করা হয়েছে। ওই এলাকায় চার শতাধিক উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের বিছানা ও তাবু বিতরণ করা হয়েছে।

টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ভেঙে পড়া ভবনগুলোতে কেউ আটকা পড়ে আছেন কি না তা খোঁজ করছেন।

রাজধানী আঙ্কারা থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার দূরত্ব প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল)। ওই অঞ্চলটি দুর্গম এবং জনবহুল। সুতরাং ক্ষয়ক্ষতি ও নিহতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তুরস্কে ভূমিকম্পের ঘটনা অনেকটা স্বাভাবিক। ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিতে ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার লোকের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে