ঢাকা সিটি নির্বাচনে থাকছে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

মত ও পথ প্রতিবেদক

ডিএনসিসি-ডিএসসিসি
ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিভিন্ন দেশের অন্তত ৬৭ পর্যবেক্ষক।বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র।

সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫, নেদারল্যান্ডসের ৬, সুইজারল্যান্ডের ৬, নরওয়ের ৪, ডেনমার্কের ২ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছেন। তাদের অনুমতি দেয়া হয়েছে।

universel cardiac hospital

এছাড়া আরও ২২টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুই সিটির সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে