ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বাস ও অটোরিকশা খাদে
ছবি : সংগৃহিত

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন।

এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

universel cardiac hospital

বার্তা সংস্থা রয়টার্সকে নাসিক জেলার পুলিশ কর্মকর্তা সুহাস দেশমুখ জানান, মঙ্গলবার রাতে বাস ও অটোরিকশার সংঘর্ষের পর দুইটি গাড়ি রাস্তার একই পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে দুই বছরের দু’টি শিশুও রয়েছে। পরে উদ্ধারকর্মীরা রাতভর মৃতদেহ উদ্ধারে অভিযান চালায়।

ভারতে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশের মধ্যে অন্যতম এই দেশটি। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৪ লাখ ৬৪ হাজার ৯১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১ লাখ ৪৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে