আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৩টি ক্লাব নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবল টুর্নামেন্ট।
বুধবার পেশাদার ফুটবল লীগ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি।
দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লীগের ম্যাচগুলো। ভেন্যুগুলো হচ্ছে– ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, সিলেটের জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়াম।
আরও পড়ুন >> ধর্মীয় অনুভূতিতে আঘাত হলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী