তারিখ পরিবর্তন ও ছুটি থাকায় ভোটার কম : আ.লীগ

মত ও পথ প্রতিবেদক

আওয়ামী লীগ
ফাইল ছবি

নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করে নির্বাচনী ব্যবস্থাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আমির হোসেন আমু। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার দাবি, নির্বাচনের তারিখ পেছানো এবং শনিবার ছুটির দিন হওয়ায় ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না। 

নির্বাচন শেষে বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

এ সময় আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আফজাল হোমেন, আবু আহমেদ মান্নাফী, হুমায়ুন কবির, শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।

বিএনপির নানা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, সব নির্বাচন নিয়েই তারা এরকম অভিযোগ করে। কেন্দ্রে তাদের এজেন্ট ছিল এবং তাদের পক্ষে ভোটও পড়েছে। তবে বিএনপি বলেছিল তারা নাকি ভোট রক্ষা করবে। কিন্তু আজ তাদেরকে তেমনভাবে দেখা যায়নি। পরাজয় নিশ্চিত জেনে তারা আত্মগোপন করেছে।

নির্বাচনে ৩০ ভাগের মতো ভোট পড়তে পারে ধারণা করে আমু বলেন, ভোটের তারিখ পরিবর্তন এবং ছুটি থাকায় অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। এছাড়া পরিবহন সমস্যার কারণে অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি। সেজন্য ভোটার উপস্থিতি কম ছিল।

এ সময় নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে