হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করেছে শ্রীলঙ্কা। ৩৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ৮৭ ওভারে ৩ উইকেটে ২০৪ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। ১১৬ রানে তখন অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস এবং ১৩ রানে ব্যাট করছিলেন দীনেশ চান্ডিমাল। এই ম্যাচ ড্র হলেও একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের উৎসব করছে শ্রীলঙ্কা।
আগের দিনের ৭ উইকেটে ২৪১ রান নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৬ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন জয়ের স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।
- ঢাকা সিটি নির্বাচন : ভোটগ্রহণ সমাপ্ত, সাড়ে চারটা থেকেই ফলাফল
- ঢাকা দক্ষিণে ১৯৮ কেন্দ্রে ভোট স্থগিত চায় বিএনপি
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামস এবার অপরাজিত থাকেন ৫৩ রানে। কিন্তু কার্যকর শতরানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর উইলিয়ামসদের সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন কুশল মেন্ডিস। ১৩টি চার এবং ১ ছক্কায় ২৩৩ বলে হার না মানা ইনিংসটি খেলেছেন মেন্ডিস।