আশুলিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

বেপরোয়া বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বেপরোয়া বাসের ধাক্কায় মা-মেয়েসহ রিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করতে পারলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এই দুর্ঘটনা ঘটে।

universel cardiac hospital

নিহতের স্বজনরা জানান, সকালে ফরিদপুরে যাওয়ার জন্য নবীনগরের বাস কাউন্টারের উদ্দেশে ব্যাটারিচালিত রিকশায় রওনা হন মা মালেকা ও মেয়ে ফাতেমা। এ সময় রিকশাটি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী কাবা পরিবহনের বাসটি তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় রিকশার যাত্রী মা-মেয়ে ও রিকশাচালক সোহেল রানাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও এর চালক পালিয়ে যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূইয়া মত ও পথকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক বাসটিও থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক বাসটির চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে